
স্টাফ রিপোর্টার: খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে গত বৃহস্পতিবার জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে মারা যাওয়া সেই ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত নয়। তার শরীরের নমুনা পরীক্ষার পর শুক্রবার ঢাকার আইইডিসিআর থেকে খুমেক কর্তৃপক্ষকে এ রিপোর্ট জানানো হয়েছে। হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পয়েন্ট ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।
ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস জানান, নগরীর হেলাতলা এলাকার ওই ব্যক্তি (৪৫) গত বুধবার রাত আড়াইটার দিকে এই হাসপাতালে ভর্তি হন। কিছুদিন আগে ঢাকার একটি হাসপাতালে তার থাইরয়েড অপারেশন হয়েছিল। তিনি জ্বর ও কাশিতে আক্রান্ত ছিলেন এবং বৃহস্পতিবার দুপুরে মারা যান। এরপর আইইডিসিআরের প্রতিনিধি খুলনায় এসে তার নমুনা সংগ্রহ করেন।
তিনি জানান, ওই রোগীকে চিকিৎসা দেওয়া ১৫ চিকিৎসক, নার্স ও স্ব্বাস্থ্যকর্মীকে হাসপাতালে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল। তাদেরকে এখন হোম কোয়ারেন্টাইনে পাঠানো হচ্ছে।