শুক্রবার, ২৬ মে ২০২৩ ❙ ১২ জ্যৈষ্ঠ ১৪৩০

খুলনায় মাদকবিক্রেতাসহ আটক ১০৩

স্টাফ রিপোর্টার: খুলনা জেলা ও মহানগর পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় মাদকবিক্রেতাসহ ১০৩ জনকে আটক করা হয়েছে।
সোমবার (১১ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টা পর্যন্ত জেলার ৯ ও মহানগরের ৮ থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. আনিচুর রহমান বলেন, জেলা পুলিশের নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় ১১ জন মাদকবিক্রেতাসহ ৬৬ জনকে আটকের পর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। জেলার ৯ থানা এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১ হাজার ২৮০ পিস ইয়াবা, ১২ গ্রাম গাঁজা, ১টি দেশীয় পিস্তল, ১ রাউন্ড গুলি ও ১টি মোটরসাইকেল জব্দ করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে ৬টি মাদক মামলা ও ১টি অস্ত্র মামলা দায়ের করা হয়েছে।
মহানগর পুলিশের (কেএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (আরসিডি) শেখ মনিরুজ্জামান মিঠু বলেন, মহানগর পুলিশের অভিযানে মহানগরের ৮ থানা এলাকা থেকে ৬ জন মাদকবিক্রেতাসহ ৩৭ জনকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৪৫ পিস ইয়াবা ও ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

Related posts