
ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি: ডুমুরিয়ায় দু’দিনের ব্যবধানে আবারও বাস উল্টে এক বৃদ্ধা নিহত হয়েছেন। আহত হয়েছে প্রায় ৩০ জন নারী-পুরুষ ও শিশু। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১৪ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার নরনিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সামনে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, চুকনগর বাসস্ট্যান্ড থেকে খুলনা মেট্রো জ-০৪-০০২৬ যাত্রীবাহী বাসটি সন্ধ্যার পূর্বে যশোরের উদ্দেশ্যে রওনা দেয়। নরনিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সামনে পৌছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এ সময় বাসে থাকা যাত্রী বৃদ্ধা উখড়া গ্রামের মৃত হাবিবুর রহমানের স্ত্রী নাছিমা বেগম (৫৫) নিহত হন। এছাড়া মনিরামপুরের রোকেয়া বেগম (৪২), কেশবপুর উপজেলার আশরাফ সরদার (৪৮), শ্রীপুরের বারেক গাজী (৫৯), হাসাডাঙ্গার রবিউল ইসলাম (৩৫), হাবিবা (২), হাবিবা বেগম (২৫) সহ প্রায় ৩০ জন নারী ও শিশু আহত হয়। আহতদেরকে এলাকাবাসী উদ্ধার করে স্থানীয় বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয়। সূত্র জানায়, বাসটি ছাড়ার পর চালক এক হাতে মোবাইল ফোনে কথা বলছিলেন। অন্য হাতে স্টিয়ারিং ধরা ছিল। দ্রুতগামী বাসটি ঘটনা স্থলে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে উল্টে যায়। ঘটনার পর সড়কটিতে প্রায় ১ ঘন্টা যান চলাচল বন্ধ ছিল। ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম বিপ্লব বলেন, বাসটি খাদ থেকে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। চালক পালিয়ে গেছে।