
স্টাফ রিপোর্টার: খুলনার নিরালা আবাসিকের দিঘির পাড় এলাকায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে এক মাদক ব্যবসায়ী সিহত হয়েছেন। নিহত মাদক ব্যবসায়ী মাসুদ রানা (৩৫) নগরীর সোনাডাঙ্গা থানাধীন বসুপাড়া বাঁশতলা এলাকার আব্দুল হকের ছেলে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-কমিশনার শেখ মনিরুজ্জামান মিঠু জানান, বৃহস্পতিবার (২১ফেব্রুয়ারি) গভীর রাতে পুলিশ জানতে পারে নিরালা আবাসিকের দিঘির পাড় এলাকায় মাদক কেনাবেচা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল সেখানে অভিযানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালায়। দুই পক্ষের গোলাগুলিতে মাদক ব্যবসায়ী মাসুদ রানা গুলিবিদ্ধ হয়। একপর্যায়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে গেলে গুলিবিদ্ধ মাসুদ রানাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। নিহত মাসুদ রানার বিরুদ্ধে মাদকের বেশ কয়েকটি মামলা রয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
ঘটনাস্থল থেকে একটি পাইপগান, ছোরা, চাপাতি, ১০০পিচ ইয়াবা এবং মাদক বিক্রির ৫হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।