
স্টাফ রিপোর্টার : খুলনার দাকোপ উপজেলার কালাবগি খাল সংলগ্ন এলাকায় কোষ্টগার্ড ও বনদস্যুদের মধ্যে বন্দুকযুদ্ধে এক বনদস্যু নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে গুলিসহ ৪টি অস্ত্র উদ্ধার করা হয়।
কোস্ট গার্ডের গোয়েন্দা কর্মকর্তা লে : আবদুল্লাহ আল মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত সাড়ে ১১টার দিকে কোষ্টগার্ড পশ্চিম জোন নলিয়ানের একটি টহল দল কালাবগি খাল সংলগ্ন এলাকায় অভিযান চালায়। এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে বনদস্যু আছাবুর বাহিনীর সদস্যরা কোস্ট গার্ড সদস্যদের লক্ষ্য করে গুলি চালায়। কোস্টগার্ডও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে ডাকাতরা পালিয়ে গেলে ঘটনা স্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় অজ্ঞাতনামা এক ডাকাত সদস্যকে উদ্ধার করে। তাকে দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে ১রাউন্ড গুলিসহ ৪টি বন্দুক উদ্ধার করা হয়।