খুলনায় পরিবেশ আদালত বাস্তবায়নে স্মারকলিপি প্রদান

স্টাফ রিপোর্টার: নর্দান ইউনিভার্সিটি অব বিজনেজ এন্ড টেকনোলজী খুলনাতে অবস্থিত আমেরিকান কর্ণার খুলনার পরিবেশ ক্লাব ও বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের উদ্যোগে খুলনাতে পরিবেশ আদালত বাস্তবায়ন এর লক্ষ্যে বুধবার (২৭ফেব্রুয়ারি) খুলনা জেলা প্রশাসক মোহাম্মাদ হেলাল হোসেন এর নিকট স্মারকলিপি প্রদান করা হয়।
এ সময় জেলা প্রশাসক মোহাম্মাদ হেলাল হোসেন বলেন, পরিবেশ রক্ষায় যে কোন পদক্ষেপ নিতে খুলনা জেলা প্রশাসক প্রস্তুুত রয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন আমেরিকান কর্ণার খুলনার কো-অডিনেটর ফারজানা রহমান, এনউবিটি খুলনার সিনিয়র জনসংযোগ কর্মকর্তা জোবায়ের মোস্তাফিজ, ছায়া বৃক্ষ এর পক্ষ থেকে মাহফুজুর রহমান মুকুল, মাহবুব আলম বাদশা, কামাল মনির, শেখ নূর আলম মিঠু। পরিবর্তন খুলনার পক্ষ থেকে হাদী উজ্জামান, সালমা খাতুন, মাফরুদা খাতুন সাথী।
এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউথ ইনভায়ারমেন্ট ইনেসিএটিভ এর সদস্য মো: আশাদুজ্জামান চন্দনসহ আমেরিকান কর্ণার খুলনার পরিবেশ ক্লাব এর সকল সদস্যবৃন্দ।

Related posts