
স্টাফ রিপোর্টার: খুলনা মহানগরীতে টুকরো টুকরো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অজ্ঞাত পরিচয় এ ব্যাক্তির টুকরো গুলো চারটি পলিথিনের প্যাকেটে মোড়ানো অবস্থায় ভিন্ন ভিন্ন স্থান থেকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত প্যাকেটের একটিতে মাথা, একটিতে দুই হাত, একটিতে দুই পা এবং অপরটিতে শুধুমাত্র দেহ পাওয়া যায় বলে জানান সোনাডাঙ্গা মডেল থানার ওসি মো. মমতাজুল হক।
ওসি জানান, বৃহস্পতিবার (৭ মার্চ) বেলা ১১টার দিকে এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে পলিথিনে মোড়ানো একটি ব্যাগ ফারাজী পাড়ার একটি গলিতে, অপর দুটি ব্যাগ ফারাজী পাড়ার অপর একটি গলিতে এবং আর একটি ব্যাগ ফারাজাপাড়ার পাশে শেরে বাংলা রোডে পাওয়া যায়। দুস্কৃতকারীরা কোন ব্যক্তিকে হত্যার পর তার মরদেহ বীভৎসভাবে টুকরো টুকরো করে বিভিন্ন স্থানে ফেলে দিয়ে গেছে বলে জানান ওসি। এ ঘটনায় পুলিশ ও সিআইডির টিম কাজ করছে।