স্টাফ রিপোর্টার: খুলনায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে নজরুল ইসলাম (৬০) নামে এক বৃদ্ধ খুন হয়েছেন। শনিবার (১৫ জুন) সকাল ৮টার দিকে কয়রা উপজেলার ফতেকাটি গ্রামে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় স্থানীয় উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেয়ার পথে তিনি মারা যান। নিহত নজরুল ইসলাম স্থানীয় ফতেকাটি গ্রামের মৃত কাশেম সানার ছেলে।
স্থানীয়রা জানান, নজরুলের সঙ্গে তার চাচাতো ভাই দবির উদ্দিনের দীর্ঘদিন যাবত জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। গতকাল শনিবার সকাল ৮টার দিকে উভয় পক্ষের মধ্যে বাকবিত-ার একপর্যায়ে দবির গ্রুপের হামলায় নজরুল মাটিতে লুটিয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারক বিশ্বাস বলেন, নজরুলের সঙ্গে তার চাচাতো ভাই দবির উদ্দিনের জমির সীমানা দেয়া নিয়ে বিরোধ ছিল। এ নিয়ে গতকাল শনিবার সকালে তাদের মধ্যে বাক-বিত-া হয়। এক পর্যায়ে দবির তাকে জাপটে ধরে এবং তার ছেলে নজরুলকে কিলঘুষি মারে। এতে নজরুল মাটিতে লুটিয়ে পড়েন। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।