খুলনায় ছুরিকাঘাতে ঠিকাদার নিহত

এসবিনিউজ ডেস্ক: খুলনায় ছুরিকাঘাতে মিজানুর রহমান বালা নামের এক ঠিকাদার নিহত হয়েছেন। বুধবার (২৭ মার্চ) রাত ১০টার দিকে মহানগরীর বাগমারার নিজবাড়ির সামনে এ ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (আরসিডি) শেখ মনিরুজ্জামান মিঠু রাত ১১টায় বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মৃত যুবলীগের কেন্দ্রীয় নেতা এস এম মেজবাহ হোসেন বুরুজের ভাই বালা বাগমারার নিজ বাড়ির সামনে পেটের বাম পাশে ছুরি ডুকিয়ে পালিয়ে যায় সন্ত্রাসী। পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওযা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কে বা কারা কি কারণে ছুরিকাঘাত করেছে এবং বালা কোথায় যাচ্ছিলেন কিংবা বাসায় আসছিলেন কিনা সে বিষয়ে তাৎক্ষনিকভাবে বিস্তারিত কিছু জানাতে পারেননি পুলিশের এ কর্মকর্তা।

Related posts