বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩ ❙ ১২ আশ্বিন ১৪৩০

খুলনায় চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, কিশোর আটক

স্টাফ রিপোর্টার: খুলনা থেকে ঢাকাগামী চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় মো. সোহান হোসেন (১১) নামের এক কিশোরকে আটক করেছে রেলওয়ে পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে গিলাতলা এলাকা থেকে তাকে আটক করা হয়। সোহান নগরীর খানজাহান আলী থানার গিলাতলা এলাকার মাসুম শেখের ছেলে।
খুলনা রেলওয়ে থানা পুলিশের এস আই অসিম কুমার দাস জানান, ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস বেজেরডাঙ্গা অতিক্রম করলে ট্রেনে পাথর নিক্ষেপ করে সোহান। পাথরটি ইঞ্জিনে লাগলে ট্রেনের গার্ড দ্রুত নেমে তাকে আটক করে। পরে সোহানকে রেলওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বিকলে রেলওয়ে আইনের ১৩০ ধারায় মামলা দায়েরের পর তাকে আদালতে পাঠানো হয়েছে।

Related posts