
স্টাফ রিপোর্টার: জাতীয় গণহত্যা দিবস স্মরণে খুলনা জেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা সোমবার (২৫মার্চ) আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের উপস্থিতিতে এ আলোচনা সভায় খুলনা অঞ্চলে মুক্তিযুদ্ধকালিন পাকিস্তানি বাহিনীর হত্যাযজ্ঞ, ভারতে গমনকালে শরণার্থীদের ওপর নিপীড়ন, চুকনগর গণহত্যার বিষয়গুলো উঠে আসে। ২৫ মার্চ গণহত্যা দিবসকে আন্তর্জাতিকভাবে পালনের স্বীকৃতি আদায়ে সচেষ্ট হতে মুক্তিযোদ্ধাদের পক্ষ হতে দাবি করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন আঞ্চলিক তথ্য অফিস খুলনার উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউর রহমান, বিভাগীয় পাসপোর্ট অফিসের পরিচালক আবু সাঈদ, অতিরিক্ত পুলিশ সুপার নুর আলম সিদ্দিকী, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আলমগীর কবীর, মোঃ মাহবুবার রহমান ও কাজী মাহমুদ আলী খোকন।
দিবসটি উপলক্ষে শহীদ সোহরাওয়ার্দী কলেজে এক মিনিট নীরবতা ও দোয়ার আয়োজন করা হয়। কলেজের অধ্যাপক শেখ দিদরুল আলম এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন মিনু মমতাজ, আবুল কাশেম, শাহিদুর রহমান, আইয়ূব আলী, মাকসুদা আক্তার, ইমরান হোসেন, রায়হান উদ্দীন, জয়দেব মৃধা প্রমুখ। দোয়া পরিচালনা করেন অধ্যাপক ড. নাঈমুল ইসলাম।