
স্টাফ রিপোর্টার: ’বাড়ছে সেবার বহর গ্রাম হবে শহর’ স্লোগানকে সামনে রেখে খুলনা জেলা প্রশাসন উদযাপন করেছে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের ১০ বছর তথা জনগণের দোরগোড়ায় সেবার দশ বছর পূর্তি। বুধবার (১১ নভেম্বর) এ উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যেক্তা, সরকারি কর্মকর্তাসহ ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় খুলনা বিভাগীয় কমিশনার ড. মু: আনোয়ার হোসেন হ্ওালাদার বলেন, ডিজিটাল বাংলাদেশ আজ স্বপ্ন নয়, এক বাস্তবতা। তিনি বলেন, ইউনিয়ন ডিজিটাল সেন্টারের মাধ্যমে তৃণমূলে জনগণ আজ সরাসরি উপকার পাচ্ছেন। সভায় খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন বলেন, ইউনিয়ন ডিজিটাল সেন্টার স্থাপন জাতির পিতার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর এক দূরদর্শী ও যুগান্তকারী পদক্ষেপ। সভায় বক্তাগণ বলেন, প্রধানমন্ত্রীর দৃঢ় নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের মাধমে ২০৪১ এ বাংলাদেশ হবে উন্নত সমৃদ্ধশালী দেশ। যা ছিল জাতির পিতা বঙ্গব›ধু শেখ মুজিবুর রহমানের আজন্ম লালিত স্বপ্ন। উল্লেখ্য যে, অনুষ্ঠানে সকলকে নিযে দশ পুর্তিতে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে কেক কাটা হয়।