শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০২৩ ❙ ৩১ ভাদ্র ১৪৩০

খুলনার ৯ পাটকলের ধর্মঘট স্থগিত

স্টাফ রিপোর্টার:৯ দফা দাবিতে খুলনার নয়টি পাটকলে মঙ্গলবার সকাল থেকে ২৪ ঘণ্টার পূর্বনির্ধারিত ধর্মঘট আগামী ২৮ মার্চ পর্যন্ত স্থগিত করা হয়েছে।
সোমবার রাতে ধর্মঘট স্থগিত করা হয়। দাবির বিষয়ে বিজেএমসির চেয়ারম্যান আলোচনার আশ্বাস দেয়ায় ঘর্মঘট স্থগিত করা হয় বলে জানিয়েছেন মিলের কর্মকর্তারা।
প্লাটিনাম জুট মিল সি বি এ সভাপতি শাহানা জানিয়েছেন, বিজেএমসি চেয়ারম্যান আগামী ২৮ মার্চের মধ্যে মজুরি কমিশন বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন। সে কারণে পাটকলের ধর্মঘট ২৮ মার্চ পর্যন্ত স্থগিত করা হয়েছে। এছাড়া বিজিএমসি চেয়ারম্যান এপ্রিলের প্রথম সপ্তাহে দ্বিপাক্ষিক বৈঠকের মাধ্যমে অন্য ৮ টি দাবি নিয়ে আলোচনা করবেন বলে জানিয়েছেন।

Related posts