
স্টাফ রিপোর্টার: খুলনা শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতাল থেকে দালাল চক্রের ৬ সদস্যকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন- মোঃ সিদ্দিকুর রহমান (৪২), মোঃ আলাউদ্দিন আলাল (২৬), মোছাঃ আসমা খাতুন (৪৩), মোছাঃ রেহেনা খাতুন (৩৫) মোছাঃ তাসলীমা বেগম (৪০) ও মোছাঃ চম্পাখাতুন (৩২)।
শনিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) গোয়েন্দা শাখা।
গ্রেফতারকৃতদের কাছ থেকে বিভিন্ন চিকিৎসক এবং ডায়াগনাষ্টিক সেন্টারের ৭২টি কার্ড উদ্ধার করা হয়।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (আরসিডি) শেখ মনিরুজ্জামান মিঠু বলেন, আটককৃতরা দীর্ঘদিন যাবৎ শহীদ শেখ আবু নাসেরবিষেশায়িত হাসপাতালের দালাল চক্রের সক্রিয় সদস্য হিসেবে কাজ করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।