
স্টাফ রিপোর্টার: খুলনায় করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে দুইজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৫মে) খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।
মৃতদের একজন (৭০) বাগেরহাট জেলার মোংলার ও অপরজন (৫০) মাগুরা সদর উপজেলার বাসিন্দা।
খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক (মেডিসিন) ও করোনা ওয়ার্ডের ফোকাল পারসন ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস জানান, মঙ্গলবার দুপুর ২টার দিকে মোংলার ওই ব্যক্তিকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় পৌনে ৩ টার দিকে তিনি মারা যান। তিনি সর্দি-জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। অপরদিকে গতকাল সোমবার রাত সাড়ে ১২টার দিকে সর্দি-জ্বর ও শ্বাসকষ্টজনিত অসুস্থতায় মাগুরা সদর উপজেলার ওই ব্যক্তিকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। এরপর রাত সাড়ে ৩ টার দিকে তিনি মারা যান।
তারা করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন কিনা তা জানার জন্য নমুনা পরীক্ষা করা হচ্ছে বলে জানান তিনি।