
স্টাফ রিপোর্টার: খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের স্বেচ্ছামূলক সেবা সহায়তা প্রদানে এগিয়ে এসেছে স্বেচ্ছাসেবী সংগঠন সোনামুখ পরিবারের সদস্যরা। গত বুধবার মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়কের সম্মেলন কক্ষে স্বেচ্ছামূলক সহায়তা কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার খন্দকার লুৎফুল কবির পিপিএম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক এটিএম এম মোর্শেদ।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তৃতা করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক সাধন রঞ্জন ঘোষ, খুলনা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ আব্দুল আহাদ, কেএমপির ডিসি (সাউথ) মোহাম্মদ এহ্সান শাহ্। অনুষ্ঠানে সোনামুখ পরিবারের পক্ষ থেকে খুলনা মেডিকেল কলেজের শিক্ষার্থীদের গবেষনার জন্য কঙ্কাল প্রদান করা হয়।
বক্তারা বলেন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ৫শ’ শয্যার হলেও এক থেকে দেড় হাজার রোগীর সেবা দিতে হচ্ছে। সেবা কার্যক্রমকে আরো সুন্দর ও সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য হাসপাতাল কর্তৃপক্ষের সাথে নতুন করে যুক্ত হচ্ছে সোনামুখ পরিবারের সদস্যরা। সুন্দর পরিবেশে গরীব ও অসহায় রোগীদের সেবা প্রদানে সোনামুখ পরিবারের সদস্যরা অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করবে। এই সোনামুখ পরিবারের প্রতিষ্ঠাতা কেএমপির এডিসি(ডিবি) মোঃ কামরুল ইসলামের নেতৃত্বে স্বেচ্ছাসেবী সংগঠনটি এগিয়ে যাবে মানুষের সেবায়। সোনামুখ পরিবারের সদস্যদের সহযোগিতায় সেবার মান বৃদ্ধি পাবে।
স্বেচ্ছাসেবী সংগঠন সোনামুখ পরিবারের প্রতিষ্ঠাতা ও কেএমপির এডিসি (ডিবি) মোঃ কামরুল ইসলাম জানান, হাসপাতালের সেবার মান বাড়াতে ও রোগিদের সেবায় সোনামুখ পরিবার ১০০ জন স্বেচ্ছাসেবক এগিয়ে এসেছেন। তারা রোগিদের সবধরণের সহায়তা প্রদানে কাজ করবেন। তাদের সহায়তায় ও হাসপাতাল কর্তৃপক্ষের প্রচেষ্টায় এ অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা সুষ্ঠু ও সহজলভ্য হবে বলে তিনি আশাবাদী।