
স্টাফ রিপোর্টার: সোমবার (২৮জানুয়ারি) খুলনা বিশ্ববিদ্যালয় স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বিশ্ববিদ্যালয় স্কুলের খেলার মাঠে অনুষ্ঠিত হয়।
অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির পায়রা উড়িয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের পরিচালনা কমিটির সভাপতি প্রফেসর ড. শাহনেওয়াজ নাজিমুদ্দিন আহমেদ। এ সময় স্কুল পরিচালনা কমিটির সদস্য প্রফেসর ড. সাবিহা হক, প্রফেসর ড. রামেশ্বর দেবনাথ এবং বিশ্ববিদ্যালয় স্কুলের প্রধান শিক্ষক স্বর্ণ কমল রায়সহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।