বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩ ❙ ৬ আশ্বিন ১৪৩০

খুবি শিক্ষক সমিতি আয়োজিত ইনডোর গেমসের পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার: খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি আয়োজিত ইনডোর গেমসের পুরস্কার বিতরণী অনুষ্ঠান সোমবার (২২ নভেম্বর) বিশ্ববিদ্যালয় শিক্ষক ক্লাবে অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। তিনি শিক্ষক সমিতি আয়োজিত ইনডোর গেমসের বিজয়ীদের এবং অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান। সমিতি কর্তৃক এ ধরনের আয়োজনের জন্য ধন্যবাদ জানিয়ে তিনি ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে আশা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা। শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোঃ ওয়ালিউল হাসানাতের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ সভায় স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. তানজিল সওগাত। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষকবৃন্দ সঙ্গীত, রম্য সংবাদ ও কবিতা পাঠে অংশ নেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক সমিতির নির্বাহী কমিটির সদস্য ড. ইউ এইচ রুহিনা জেসমিন।

Related posts