
স্টাফ রিপোর্টার: খুলনা বিশ্ববিদ্যালয়ের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ডিসিপ্লিনের ১৬ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান শুক্রবার (৬ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়।
ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. ফিরোজ আহমদের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের ড. সত্যেন্দ্র নাথ বসু একাডেমেকি ভবনের ইউআপির লেকচার থিয়েটারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ডিন এস এম জাহিদুর রহমান। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক আজহারুল ইসলাম। বিদায়ী ১৬ ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন মেহেদী হাসান ইমন, আমানতা হাসানত ঐশি ও মোঃ ফয়সাল।
অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের ক্রেস্ট ও ফুল দেওয়া হয়। এ সময় সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।