খুবির আইন ডিসিপ্লিনের সাথে ব্লাস্টের এমওইউ স্বাক্ষরিত

স্টাফ রিপোর্টার: বিশ্ববিদ্যালয়ের আইন ডিসিপ্লিনের সাথে বাংলাদেশ লিগ্যাল এইড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) এর একাডেমিক সহযোগিতা বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
খুলনা বিশ্ববিদ্যালয়ের পক্ষে ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ এবং ব্লাস্টের পক্ষে ব্লাস্টের চিফ এডভাইজার সাবেক বিচারপতি মোঃ নিজামুল হক চুক্তিতে স্ব স্ব পক্ষে স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষরের আগে আইন স্কুলের ডিন ও ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মোঃ ওয়ালিউল হাসানাতের সভাপতিত্বে লাভ, লাইফ এন্ড ল সেশন কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্লাস্টের পক্ষে ব্লাস্টের চিফ এডভাইজার সাবেক বিচারপতি মোঃ নিজামুল হক এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ। এছাড়া আরও বক্তব্য দেন ব্লাস্টের খুলনা বিভাগীয় সমম্বয়কারী এ্যাড. অশোক কুমার সাহা, খুলনা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান ডিসিপ্লিনের শিক্ষক রিপুল কবির। শুভেচ্ছা বক্তব্য দেন ডিসিপ্লিনের শিক্ষক পুণম চক্রবর্তী। এ সময় ডিসিপ্লিনের শিক্ষক, শিক্ষার্থী এবং ব্লাস্টের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Related posts