
স্টাফ রিপোর্টার: করোনা ভাইরাসের বর্তমান মহামারী পরিস্থিতিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) এর উদ্যোগে শুক্রবার (২২ মে) বিশ্ববিদ্যালয়ের ৩২ জন অস্বচ্ছল অনিয়মিত কর্মচারীকে ঈদ উপলক্ষে সহযোগিতা প্রদান করা হয়।
সহযোগিতা বিতরণকালে সংগঠনের সভাপতি প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, সহ সভাপতি প্রফেসর ড. মোঃ ওয়ালিউল হাসানাত, সাধারণ সম্পাদক প্রফেসর ড. আশীষ কুমাস দাস এবং অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সতর্কতা ও সামাজিক দূরত্ব বজায় রেখে এ কার্যক্রম সম্পন্ন করা হয়। স্বাশিপের এই প্রচেষ্টায় সঙ্গে থাকার জন্য সকল স্বাশিপ সদস্যকে সভাপতির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।