
স্টাফ রিপোর্টার: খুলনা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান স্কুলের শিক্ষার্থীদের কর্তৃক পরিচালিত সংগঠন খুলনা ইউনিভার্সিটি এ্যাসোশিয়েশন অব স্টুডেন্টস ইন এগ্রিকালচার এন্ড রিলেটেড সায়েন্স (কেইউএসএস) এর আয়োজনে এবং ইন্টারন্যাশনাল এ্যাসোশিয়েশন অব এগ্রিকালচার এন্ড রিলেটেড সায়েন্স (আইএএএস) বাংলাদেশের সহযোগিতায় দ্বিতীয় কৃষি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিতর্কের বিষয় ছিলো “জলবায়ু পরিবর্তন মোকাবেলায় গ্রিন টেকনোলজি এর ব্যবহার তৃতীয় বিশ্বের দেশগুলোর জন্য পরিবেশ রক্ষার আড়ালে নব্যপুঁজিবাদ”।
বিশ্ববিদ্যালয়ের ড. সত্যেন্দ্রনাথ বসু একাডেমিক ভবনের স্থাপত্য ডিসিপ্লিনের উঠানে শনিবার (৯মার্চ) আয়োজিত প্রতিযোগিতায় সরকারি দল হিসেবে ফার্মেসি ডিসিপ্লিন চ্যাম্পিয়ন এবং বিরোধী দল এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিন রানার আপ হয়। প্রতিযোগীতার শেষে পুরস্কার বিতরণের পূর্বে আলোচনায় আইএএএস এর এডভাইজার এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ মতিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জীববিজ্ঞান স্কুলের ডিন (চলতি দায়িত্ব) প্রফেসর ড. মোঃ নাজমুল আহসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. সরদার শফিকুল ইসলাম এবং সহকারী ছাত্র বিষয়ক পরিচালক মোহাম্মদ রাকিবুল হাসান সিদ্দিকী। অতিথি হিসেবে বক্তব্য দেন সয়েল, ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিনের প্রফেসর মোঃ সানাউল ইসলাম। এছাড়াও শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন আইএএএস এর ন্যাশনাল এডভাইজর জাহিদুল ইসলাম সজল এবং কেইউএএএস এর সভাপতি তানজিমুল ইসলাম।
আলোচনা শেষে বিজয়ীদের মাঝে অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন। এসময় জীববিজ্ঞান স্কুলের অধীন বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।