
স্টাফ রিপোর্টার: আগামী ১৭ মার্চ রোববার খুলনা বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস পালন উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ৮ টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ (অদম্য বাংলা চত্ত্বর), বেলা ৩টা হতে ৪টা পর্যন্ত শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা (রেজিস্ট্রেশন বেলা ২:৩০ মিনিট হতে ৩টা পর্যন্ত)। বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তন বিকেল ৪ টায় আলোচনা সভা। আলোচনা সভায় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এর চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইউজিসির সদস্য প্রফেসর ড. এম. শাহ্ নওয়াজ আলি। এছাড়া বাদ যোহর মসজিদ ও অন্যান্য উপাসনালয়ে দোয়া মাহফিল/প্রার্থনা এবং দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী (অদম্য বাংলা চত্ত্বর)। চিত্রাংকন প্রতিযোগিতা ৩টি বিভাগে ভাগ করা হয়েছে। ক-বিভাগে: শিশু শ্রেণি থেকে ১ম শ্রেণি, খ-বিভাগে: ২য় শ্রেণি থেকে ৩য় শ্রেণি, গ-বিভাগে: ৪র্থ শ্রেণি থেকে ৫ম শ্রেণি পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের ২য় তলায় এই শিশু চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।