
স্টাফ রিপোর্টার: যথাযোগ্য মর্যাদায় শোকাবহ পরিবেশে ২৫ মার্চ খুলনা বিশ্ববিদ্যালয়ে গণহত্যা দিবস পালিত হয়।
ক্যাম্পাসের মুক্তিযুদ্ধের ভাস্কর্য অদম্য বাংলার সম্মুখে দু’দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। এ উপলক্ষে গণহত্যা বিষয়ক মুক্ত চিত্রাঙ্কন পর্ব অনুষ্ঠিত হয়। গণহত্যা বিষয়ক মুক্ত চিত্রাঙ্কনে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান, জীব বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ রায়হান আলী, আইন স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ ওয়ালিউল হাসানাত, সামাজিক বিজ্ঞান স্কুলের ডিন মোসাঃ তাছলিমা খাতুন, চারুকলা স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ মনিরুল ইসলাম, সংশ্লিষ্ট কমিটির আহবায়ক প্রফেসর ড. মোঃ সারওয়ার জাহান, সদস্য-সচিব ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর মোঃ শরীফ হাসান লিমন, চারুকলা ইনস্টিটিউটসহ বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষকবৃন্দ, সহকারী ছাত্র বিষয়ক পরিচালকবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দ।
এছাড়া সন্ধ্যা ৭টায় উপাচার্য শহীদ মিনার ও অদম্য বাংলায় অভয়-আলোক প্রজ্জ্বলন করেন। অন্যান্য কর্মসূচির মধ্যে ছিলো সন্ধ্যা ৭-১৫ মিনিটে চলচ্চিত্র প্রদর্শনী ও রাত ৯-০০ মিনিটে নিষ্প্রদীপ করণ।