
কয়রা(খুলনা)প্রতিনিধিঃ উপকূলীয় জনগোষ্ঠির বিশেষত নারীদের জলবায়ু পরিবর্তন জনিত লবণাক্ততা মোকাবেলায় অভিযোজন সক্ষমতা বৃদ্ধিকরণ শীষক কর্মশালা বুধবার (১৭ ফেব্রুয়ারি) উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাসের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও প্রকল্পের পরিচালক মোঃ ইকবাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ এসএম শফিকুল ইসলাম। জেন্ডার রেসপনসিভ কোস্টাল এডাপটেশন (জিসিএ) প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন জিসিএ প্রকল্পের সমন্বয়কারী আলমগীর হোসেন। প্রধান অতিথি ও প্রকল্প পরিচালক ইকবাল হোসেন তার বক্তব্যে বলেন, উপকূলীয় লবণাক্ত এলাকার জনগোষ্ঠি হিসেবে নারীদের জীবিকায়নের জন্য বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় ও ইউএনডিপি’র কারিগরি সহায়তায় ৫ বছর মেয়াদে প্রকল্পটি বাস্তবায়িত হবে। কর্মশালায় আরো বক্তব্য দেন মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আলম, থানা অফিসার ইনচার্জ রবিউল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী সাগর হোসেন সৈকত, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, ইউপি চেয়ারম্যান আলহাজ আমীর আলী গাইন, আঃ সাত্তার পাড়, জিএম কবি শামছুর রহমান, জিএম আব্দুল্লাহ আল মামুন, মোহাঃ হুমায়ুন কবির, মহিলা মেম্বর মঞ্জুয়ারা খাতুন, সুলতানা মিলি, সিএনআরএসের সারোয়ার হোসেন। কর্মশালায় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সাংবাদিক, এনজিও প্রতিনিধি ও প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।