
কয়রা (খুলনা) প্রতিনিধি: উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে ও ইউএসএআইডি’র খাদ্য নিরাপত্তা উন্নয়ন কার্যক্রম নবযাত্রা প্রকল্পের উদ্যোগে সোমবার (২ নভেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে দুর্যোগ ঝুঁকিহ্রাস নেটওয়ার্কের ওপর এক কর্মশালা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি অনিমেষ বিশ্বাস। বিশ্ব খাদ্য সংস্থার প্রতিনিধি রেদোয়ান ভূঁইয়ার পরিচালনায় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আলহাজ এসএম শফিকুল ইসলাম। দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ের ওপর আরো বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ মোস্তাইন বিল্লাহ, যুব উন্নয়ন অফিসার আঃ রশিদ খান, ওয়ার্ল্ড ভিশন নবযাত্রা প্রকল্পের ফিল্ড ম্যানেজার মনতোষ কুমার মধু, সিএনআরএসে’র প্রতিনিধি রইছ উদ্দিন প্রমুখ। কর্মশালায় দুর্যোগের পূর্ব মুহুর্ত, মধ্য মেয়াদি ও দীর্ঘমেয়াদি গ্রুপ ভিত্তিক পরিকল্পনা গ্রহণে কর্মপরিকল্পনা উপস্থাপন ও পাঠ করা হয়। কর্মশালায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও বিভিন্ন এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।