
স্টাফ রিপোর্টার: খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক মহান স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, বর্তমান সরকার উন্নত বিশ্বের সাথে সংগতিপূর্ণ সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্য নিয়েই কাজ করছে। সে জন্য সরকার রাষ্ট্রের সামগ্রিক উন্নয়নের সাথে ক্রীড়া ক্ষেত্রের উন্নয়নেও সমানভাবে কাজ করছে। আন্তর্জাতিক অঙ্গনে ক্রিকেট খেলোয়াড়গণ দেশের সুনাম বৃদ্ধি করেছে বলে সিটি মেয়র উল্লেখ করেন।
সিটি মেয়র রোববার সন্ধ্যায় নগরীর খালিশপুরস্থ আলমনগর জোড়া তালগাছ মাঠে ৩২ দলীয় ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন। উদীয়মান যুব সমাজ এ টুর্ণামেন্টের আয়োজন করে। টুর্ণামেন্টের মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে স্থানীয় পত্রিকা দৈনিক সময়ের খবর। তিনি বেলুন ও ফেস্টুন উড়িয়ে টুর্ণামেন্টের উদ্বোধন করেন।
সিটি মেয়র টুর্ণামেন্ট আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, এ ধরণের প্রতিযোগিতা তৃণমূল পর্যায় থেকে ক্রীড়া প্রতিভা অন্বেষণে সহায়তা করে। পাশাপাশি তরুণদের বিপথগামিতা থেকে রক্ষা করে সুস্থ সবল দেহ গঠন ও মানসিক উৎকর্ষ সাধনেও সহায়ক ভূমিকা রাখে।
সংগঠনের সভাপতি সাংবাদিক রবিউল গাজী উজ্জ্বল-এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার রকিবুল ইসলাম, বাংলাদেশ জুট এ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শেখ সৈয়দ আলী, খালিশপুর থানা আওয়ামী লীগের সভাপতি এ কে এম সানাউল্লাহ নান্নু, সাধারণ সম্পাদক মো: মনিরুল ইসলাম বাশার, সহ-সভাপতি কাজী ফয়েজ মাহমুদ, কেসিসি’র প্যানেল মেয়র মো: আমিনুল ইসলাম মুন্না, মেমরী সুফিয়া রহমান শুনু, কাউন্সিলর মো: মনিরুজ্জামান, এমডি মাহফুজুর রহমান লিটন, হ্যামকো গ্রুপের পরিচালক আব্দুল্লাহ আল মাহমুদ, বিশ্বাস প্রোপার্টিজ-এর পরিচালক আজদার আলী বিশ্বাস তারা, খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মোশতাক আহমেদ, সমাজসেবক মো: জোবায়ের হোসেন ও ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি মো: জাহিদুল ইসলাম। অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্রীড়া ব্যক্তিত্বগণ উপস্থিত ছিলেন।