
স্টাফ রিপোর্টার: কিশোর-কিশোরীদের জন্য সু-স্বাস্থ্য ও সুরক্ষিত পরিবেশ প্রতিষ্ঠা কর্মসূচীর আওতায় উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে কৈশোরবান্ধব স্বাস্থ্যসেবা বিষয়ক প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
ইউনিসেফের আর্থিক সহযোগিতায় বুধবার (২০ফেব্রুয়ারি) খুলনা স্কুল হেলথ্ ক্লিনিক সভাকক্ষে আয়েজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডেপুটি সিভিল সার্জন ডা: মো: আতিয়ার রহমান সেখ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনার উপ-পরিচালক গুরুপ্রসাদ ঘোষ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ, ইউনিসেফ খুলনার স্বাস্থ্য কর্মকর্তা ডা: এসএম নাজমুল হাসান, সিফরডি অসিসার, উম্মে হালিমা, কনসালটেন্ট ডা: ফেরদৌসি সুলতানা, জেলা সহকারী শিক্ষা কর্মকর্তা, মো: হযরত আলী। সভাটি পরিচালনা করেন কিশোর-কিশোরী সুরক্ষা প্রকল্প সমন্বয়ক কার্ত্তিক রায়।