কেসিসির ১০ কাউন্সিলরের আওয়ামী লীগে যোগদান

স্টাফ রিপোর্টার: খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) নবনির্বাচিত ১০ কাউন্সিলর আওয়ামী লীগে যোগ দিয়েছেন। রোববার (২৪মার্চ) খুলনা মহানগর আওয়ামী লীগ ও ১৪ দল আয়োজিত শহীদ হাদিস পার্কে খুলনা অঞ্চলের ১৩ জন নির্বাচিত জনপ্রতিনিধিদের দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তারা যোগদান করেন। আওয়ামী লীগে যোগদানকারী কাউন্সিলরদের অধিকাংশই ইতোপূর্বে খুলনা মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা ছিলেন।
যোগদানকারী কাউন্সিলররা হলেন: কেসিসির ২০ নম্বর ওয়ার্ডের শেখ মো. গাউসুল আযম, ১৬ নম্বর ওয়ার্ডের আনিসুর রহমান বিশ্বাস, ২৬ নম্বর ওয়ার্ডের মো. গোলাম মাওলা শানু, ৬ নম্বর ওয়ার্ডের শেখ শামসুদ্দিন আহমেদ প্রিন্স, ২ নম্বর ওয়ার্ডের মো: সাইফুল ইসলাম, ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এম ডালিম, ১২ নম্বর ওয়ার্ডের মনিরুজ্জামান, ২৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইমাম হাসান চৌধুরী ময়না, ৩১ নম্বর ওয়ার্ডের আরিফ হোসেন মিঠু এবং সংরক্ষিত ১ নম্বর ওয়ার্ডের মনিরা আক্তার। এছাড়া বিএনপি ও ব্যবসায়ী নেতাসহ ২৪জন আওয়ামী লীগে যোগদান করেন।
গত সিটি করপোরেশন নির্বাচনের সময়ই বিএনপি মনোনীত একাধিক কাউন্সিলর আওয়ামী লীগের মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেকের পক্ষে নির্বাচনী কার্যক্রমে অংশ নেয় বলে অভিযোগ উঠেছিল। একারণে বিএনপি খুলনা মহানগর শাখার যুগ্ম সম্পাদক শেখ হাফিজুর রহমান হাফিজকে দল হতে বহিষ্কার করা হয়। আনিসুর রহমান বিশ্বাসের দলের পদ-পদবী অনেক আগে স্থগিত করা হয়েছিল। একই পরিবারের সদস্য ৭নম্বর ওয়ার্ড কাউন্সিলর সুলতান মাহমুদ পিন্টু বিএনপির মনোনয়নে তৃতীয়বারের মত কাউন্সিলর নির্বাচিত হন। যুবদল খুলনা মহানগরের সিনিয়র সহ-সভাপতি, কেন্দ্রীয় কমিটির সদস্য পঞ্চম বারের মত নির্বাচিত ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গাউসুল আযম। তবে ২৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইমাম হাসান চৌধুরী ময়না আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।
সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি মিজানুর রহমান মিজান।
সংবর্ধিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র সেখ সালাউদ্দিন জুয়েল এমপি, সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, জাতীয় সংসদের হুইপ পঞ্চানন বিশ্বাস এমপি, খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ, আক্তারুজ্জামান বাবু এমপি এবং অ্যাডভোকেট গ্লোরিয়া সরকার ঝর্ণা এমপি।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা খুলনা অঞ্চলের উন্নয়নে তাদের বলিষ্ঠ ভূমিকা রাখবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন।

Related posts