
স্টাফ রিপোর্টার: খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে নানা আয়োজনের মধ্য দিয়ে ‘শেখ রাসেল দিবস ২০২২’ পালিত হয়েছে। যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন উপলক্ষে মঙ্গলবার শেখ রাসেলের প্রতিকৃতিতে মাল্যদান, শেখ রাসেলের ৫৯তম জন্মদিনে ৫৯ পাউন্ডের কেক কাটা, শিশুদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, প্রামাণ্য চিত্র প্রদর্শনী, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেসিসি’র ভারপ্রাপ্ত মেয়র মো: আমিনুল ইসলাম মুন্না।
কেসিসি’র শিক্ষা, স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য রক্ষা ব্যবস্থা স্থায়ী কমিটির সভাপতি কাউন্সিলর মো: মনিরুজ্জামান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলর আলহাজ্ব ইমাম হাসান চৌধুরী ময়না, মো: গোলাম মাওলা শানু ও সংরক্ষিত আসনের কাউন্সিলর মাজেদা খাতুন। স্বাগত বক্তৃতা করেন কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) লস্কার তাজুল ইসলাম। অন্যান্যের মধ্যে সচিব মো: আজমুল হক, প্রধান প্রকৌশলী মো: মনজুরুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মো: আব্দুল আজিজ, আর্কিটেক্ট রেজবিনা খানম, নির্বাহী প্রকৌশলী শেখ মো: মাসুদ করিম, শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকর্তা এস কে এম তাছাদুজ্জামান প্রমুখ অনুষ্ঠানে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন। কেসিসি’র সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীগণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
ভারপ্রাপ্ত মেয়র মো: আমিনুল ইসলাম মুন্না শেখ রাসেলের প্রতিকৃতিতে মাল্যদানের মধ্যদিয়ে অনুষ্ঠানমালার শুভ সুচনা করেন এবং শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে কেক কাটেন। পরে তিনি রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।