
স্টাফ রিপোর্টার: খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও দৈনিক দেশ সংযোগ পত্রিকার সম্পাদক মাহবুব আলম সোহাগ এর মাতা রাজিয়া বেগম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর।
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাঁশবেড়িয়া গ্রামের নিজ বাড়িতে শনিবার (১৬ মে) সকাল সাড়ে ৮টায় ইন্তেকাল করেন।
মৃত্যুকালে তিনি তিন পুত্র ও তিন কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের জানাজা শেষে মুকসুদপুর উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।