কুয়েট ভিসি সকাশে খানজাহান আলী থানা প্রেসক্লাব নেতৃবৃন্দ

স্টাফ রিপোর্টার: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন খানজাহান আলী থানা প্রেসক্লাব এর নেতৃবৃন্দ। রোববার (১৭ ফেব্রুয়ারি) ভাইস-চ্যান্সেলরের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে ভাইস-চ্যান্সেলর সাংবাদিক নেতৃবৃন্দকে এ বিশ্ববিদ্যালয় পরিদর্শনের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন এবং এ বিশ্ববিদ্যালয়ের সুনাম ও ঐতিহ্য অব্যাহত রাখতে তাদের সহযোগিতা কামনা করেন। সাংবাদিক নেতৃবন্দ এ বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সকল প্রকার সহযোগিতা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
এসময় খানজাহান আলী থানা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব শেখ আনছার আলী, সিনিয়র সহ-সভাপতি মোঃ মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক শেখ আসলাম হোসেন, যুগ্ম-সম্পাদক মনিরুল ইসলাম মোড়ল এবং কুয়েটের পাবলিক রিলেশনস অফিসার মনোজ কুমার মজুমদার উপস্থিত ছিলেন।

Related posts