
স্টাফ রিপোর্টার: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় (কুয়েট) এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে দিনব্যাপী ‘পোস্ট এ্যাক্রিডিটেশন রিভিউ ওয়ার্কশপ ফর সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট’ (চড়ংঃ অপপৎবফরঃধঃরড়হ জবারবি ডড়ৎশংযড়ঢ় ভড়ৎ ঈরারষ ঊহমরহববৎরহম উবঢ়ধৎঃসবহঃ) শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ সেপ্টেম্বর) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাকক্ষে ওয়ার্কশপের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার।
ওয়ার্কশপে রিসোর্সপার্সন হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর মেকাট্রনিক্স বিভাগের বিভাগীয় প্রধান ও আইকিউএসি এর অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ মিজানুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ^বিদ্যালয়ের আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মোঃ আবু জাকির মোর্শেদ এবং সঞ্চালনা করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ জায়েদুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ সাইফুল ইসলাম ও বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ রোকনুজ্জামান। ওয়ার্কশপে বিশ^বিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।