
স্টাফ রিপোর্টার: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে দিনব্যাপী “অন-সাইট ওয়ার্কশপ অন বিএইটিই এক্রিডিটেশন এন্ড আউটকাম বেসড এডুকেশন” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবনস্থ ডিস্্ট্যান্স লার্নিং থিয়েটারে অনুষ্ঠিত ওয়ার্কশপের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন। কর্মশালায় বিশেষজ্ঞ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএইটিই এর রিসোর্সপার্সন এবং মিলিটারী ইনস্টিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজী (এমআইএসটি) এর ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) এর প্রফেসর ড. এ কে এম নুরুল আমিন। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. কে এম আজহারুল হাসান। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির বিভিন্ন বিভাগের শিক্ষকগণ অংশগ্রহণ করেন।