
এসবিনিউজ ডেস্ক: সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের চিকিৎসার হালনাগাদ বিষয়াদি মঙ্গলবার(৫ মার্চ) দুপুরে হাসপাতালে ব্রিফ করেন ডা. ফিলিপ কোহ এর নেতৃত্বাধীন মেডিকেল বোর্ড।
ডা. ফিলিপের বক্তব্যের আলোকে ওবায়দুল কাদেরের চিকিৎসার আপডেট মিডিয়ার জন্য জানিয়েছেন বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডা. আবু নাসার রিজভী। তিনি তাঁর বক্তব্যে বলেন, ওবায়দুল কাদেরের অবস্থা ক্রমেই উন্নতি হচ্ছে, তবে কিডনিতে কিছু সমস্যা রয়েছে। আগামী ৩/৪ দিন পর এ সমস্যা কিছুটা নিরসন হলে পরবর্তী চিকিৎসা বিষয়ে চিন্তা ভাবনা করা হবে।
কাদেরের সহধর্মিনী বেগম ইসরাতুন্নেসা কাদের, সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোস্তাফিজুর রহমান, সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী ও নিজাম হাজারী, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহে আলম মুরাদ, গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম, সিঙ্গাপুরস্থ বাংলাদেশ কমিউনিটি নেতৃবন্দসহ হাইকমিশনের কর্মকর্তাগণ ব্রিফিং-এ উপস্থিত ছিলেন ।
আগামীকাল বুধবার দুপুর সাড়ে বারটায় ডা. ফিলিপ আবার ব্রিফ করবেন।
ওবায়দুল কাদেরের পরিবার তাঁর সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।