কর্মক্ষেত্রে সফল হতে হলে সততা ও নিষ্ঠার প্রয়োজন: উপাচার্য

স্টাফ রিপোর্টার: খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান বলেন, যেকোনো কর্মক্ষেত্রে সফল হতে হলে দেশপ্রেম, সততা, নিষ্ঠা ও দক্ষতা অপরিহার্য।
তিনি মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি)নতুন নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারিদের পরিচিতিমুলক সভায় এ কথা বলেন।
তিনি বলেন যারা নতুন কর্মক্ষেত্রে প্রবেশ করে তাদেরকে শুরু থেকেই প্রতিষ্ঠানের প্রতি মমত্ববোধ থাকতে হবে এবং কাজের প্রতি দায়িত্বশীল হতে হবে। নতুন নতুন বিষয় শেখার ব্যাপারে আগ্রহ থাকতে হবে এবং সময়ানুবর্তী হতে হবে। তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ গতিশীল উন্নয়নের ধারায় রয়েছে এবং ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে যে ভিশন ঘোষণা করা হয়েছে তা অর্জনে সকল স্তরে আন্তরিকতার সাথে কাজ করতে হবে। একই সাথে তিনি বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবেলা করতে সকল ক্ষেত্রে দক্ষতা অর্জনের ওপর গুরুত্ব দেন।
তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পদে যোগদানকারী কর্মকর্তা-কর্মচারিদের প্রতি নিজেদের ক্যারিয়ার গঠনের জন্য এখন থেকেই আন্তরিকতার সাথে কাজ করে দক্ষতা অর্জনের আহবান জানান। নতুন নিযুক্তদের প্রতি শুভেচ্ছা জানিয়ে আরো বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, অতিরিক্ত রেজিস্ট্রার (কাউন্সিল) টিপু সুলতান, অফিসার্স কল্যাণ পরিষদের সভাপতি উপ-পরিচালক শেখ মুজিবুর রহমান, পরিষদের সাধারণ সম্পাদক উপ-রেজিস্ট্রার দীপক চন্দ্র মন্ডল এবং নবনিযুক্তদের মধ্যে সেকশন অফিসার হিমাদ্রী শেখর মন্ডল, অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর তাজদিক-উর রহমান। এ সময় নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মাচারি উপস্থিত ছিলেন।

Related posts