বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩ ❙ ৬ আশ্বিন ১৪৩০

করোনা মোকাবেলায় ভিডিও কনফারেন্সে আইসিটি প্রতিমন্ত্রী

এসবিনিউজ ডেস্ক: করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় প্রযুক্তি ব্যবহার করে দৈনন্দিন কার্যক্রম কিভাবে পরিচালনা করা যায় সে বিষয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংবাদ সম্মেলন করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। শুক্রবার বিকালে রাজধানীর কাওরান বাজারের জনতা টাওয়ারে এ সংবাদ সম্মেলন করেন মন্ত্রী।

সংবাদ সম্মেলনের শুরুতেই সবাই ধন্যবাদ জানান জুনাইদ আহ্মেদ পলক। তিনি বলেন, করোনা ভাইরাস মোকাবেলায় জন সমাগম এড়িয়ে চলছে হবে। সবাইকে কোয়ারেন্টাইনের নিয়ম মেনে চলতে হবে। করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের পক্ষ থেকে বিছিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় করোনা মোবাবেলা করতে হবে।

তিনি আরো বলেন, করোনা মোকাবেলায় সরকারের একার পক্ষে সব কিছু সম্ভব না। সবাইকে সহযোগিতা করতে হবে। আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতন হতে হবে।

এর আগে জুম অ্যাপের মাধ্যমে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের সঙ্গে যুক্ত হন মন্ত্রী। এ সময় দেশের প্রযুক্তি বিশেষজ্ঞগণ উপস্থিত ছিলেন।

Related posts