করোনা ঠেকাতে সৌদি আরবের ৫ শহরে কারফিউ জারি

এসবিনিউজ ডেস্ক: করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে সৌদি আরবের পাঁচ শহরে ২৪ ঘণ্টা কারফিউ ঘোষণা করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের পক্ষ থেকে সোমবার একটি টুইট বার্তায় এমনটি বলা হয়েছে।

কারফিউ জারি করা শহরগুলো হলো রিয়াদ, তাবুক, দাম্মাম, ধাহরান, হফুফ। এছাড়া সৌদি আরবের জেদ্দা, তাইফ, কাতিফ এবং খোবারেও ইতিমধ্যে ২৪ ঘণ্টা কারফিউ জারি করেছে সরকার।

এদিকে করোনা ভাইরাসের কারণে সৌদি আরবে মুসলমানদের সবচেয়ে পবিত্র দুটো স্থান, মক্কা এবং মদিনাও অবরুদ্ধ হয়ে গেছে। শহর দুটিতে সৌদি আরবের অন্যান্য কোন প্রদেশ অথবা এলাকা থেকেও প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

মধ্য প্রাচ্যের দেশগুলোর মধ্যে সৌদি আরবে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী, সৌদি আরবে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ২ হাজার ৫২৩ জন। সুস্থ হয়েছেন ৫৫১ জন। মারা গেছেন ৩৮জন।

Related posts