
এসবিনিউজ ডেস্ক: ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ভন ডার লিয়েন জানিয়েছেন, করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য বিশ্ব নেতারা ৮০০ কোটি ডলারের প্রতিশ্রুতি দিয়েছেন। সোমবার আয়োজিত এক ভার্চুয়াল সম্মেলনে একথা জানান তিনি।
করোনা ভাইরাসের টিকা গবেষণা ও অন্যান্য সরঞ্জাম তৈরির জন্য অর্থ সংগ্রহের চেষ্টায় আয়োজিত ওই ভার্চুয়াল সম্মেলনে ভন বলেন, “কোভিড-১৯ মোকাবেলায় সামগ্রিকভাবে টিকা, রোগ নির্ণয়ের যন্ত্রপাতি এবং চিকিৎসার জন্য আমরা ৭৪০ কোটি ইউরো সহায়তার প্রতিশ্রুতি পেয়েছি মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে। ”
ভার্চুয়াল সম্মেলনটির আয়োজকদের মধ্যে আছে ইউরোপীয় ইউনিয়ন এবং এর বাইরের দেশগুলোও। এর মধ্যে রয়েছে ব্রিটেন, নরওয়ে, জাপান কানাডা, সৌদি আরব। ডিসেম্বরে প্রথম করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঘটা চীনও এই সম্মেলন আয়োজকদের মধ্যে রয়েছে। রয়টার্স।