
এসবিনিউজ ডেস্ক: করোনা টেস্ট করে ফিরে যাচ্ছেন রোগী। ছবি: ফোকাস বাংলা
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৩২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ছয় হাজার ৯০৬ জন হয়েছে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্ত হয়েছেন দুই হাজার ২০২ জন। এখন পর্যন্ত মোট শনাক্ত চার লাখ ৮১ হাজার ৯৪৫ জন।
মঙ্গলবার প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতর।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন দুই হাজার ৫৭১ জন। এতে মোট সুস্থ চার লাখ এক হাজার ১৯৪ জন।
আর গত ২৪ ঘণ্টায় সারা দেশে নমুনা সংগ্রহ করা হয়েছে ১৭ হাজার ২০০টি। নমুনা পরীক্ষা করা হয় ১৭ হাজার ৮৪টি।