
স্টাফ রিপোর্টার: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগ আহ্বায়ক মালিক সরোয়ার উদ্দিন মারা গেছেন। শনিবার রাত ৯টার দিকে খুলনা করোনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
খুলনা জেলা করোনা চিকিৎসা সমন্বয়কারী ডা. মেহেদী নেওয়াজ জানান, করোনা আক্রান্ত হয়ে মালিক সরোয়ার গত ১১ ডিসেম্বর হাসপাতালে ভর্তি হন। তাকে আইসিইউতে রেখে চিকিৎসা দেয়া হচ্ছিল। শনিবার রাতে তিনি মারা গেছেন। মালিক সরোয়ার নগরীর হাজী মহসীন রোডের বাসিন্দা ছিলেন।
এ নিয়ে খুলনায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ১১০ জনের মৃত্যু হল।