শুক্রবার, ২৪ মার্চ ২০২৩ ❙ ১০ চৈত্র ১৪২৯

করোনার দ্বিতীয় ধাক্কা দেশে আসতে শুরু করেছে: প্রধানমন্ত্রী

এসবিনিউজ ডেস্ক: করোনা মহামারি নিয়ে সর্তক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি জানান, করোনার দ্বিতীয় ধাক্কা দেশে আসতে শুরু করেছে। এ জন্য তিনি স্বাস্থ্যবিধি মেনে চলা এবং বাইরে মাস্ক ব্যবহারের জন্য জনগণের প্রতি জোর আহবান জানান।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) একাদশ জাতীয় সংসদের দশম (মুজিববর্ষ উপলক্ষে বিশেষ) অধিবেশনের সমাপনী ভাষণে এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ‘এই ধাক্কা (করোনার দ্বিতীয় ঢেউ) আমাদের দেশেও আসতে শুরু করেছে। তবে আমরা এখন থেকেই সচেতন। গতবার শুরুতে হঠাৎ করে করোনা আসাতে অনেক কাজ আমরা করতে পারিনি। এবার আমরা আরো বেশি প্রস্তুতি নিয়েছি।’
তিনি বলেন, ‘করোনা ভাইরাস সারা পৃথিবীজুড়ে মহামারি আকারে দেখা দিয়েছে। এখন আবার সেকেন্ড ওয়েভ এবং ব্যাপকভাবে সেটা ছড়িয়ে পড়েছে ইউরোপ এবং আমেরিকার বিভিন্ন জায়গায়।’
প্রধানমন্ত্রী বলেন, ‘যে ভ্যাকসিন আবিষ্কার হচ্ছে বা যেটা নিয়ে রিসার্স চলছে, আমরা আগাম বুকিং দিয়েছি। যাতে সেটা চালু হওয়ার সাথে সাথে বাংলাদেশের মানুষের জন্য আমরা আনতে পারি। সে ব্যাপারে আমরা ব্যবস্থা নিচ্ছি। কাজেই সেই দিক থেকে আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছি।’
শেখ হাসিনা বলেন, ‘যেখানে বেশি লোকজনের সমাগম সেখানে যাওয়ার সময় অবশ্যই মাস্ক পরবেন, সেটাই আমি সবাইকে অনুরোধ জানাচ্ছি এবং গরম পানি খাওয়া, একটু উষ্ণ গরম পানি দিয়ে গার্গেল করা, সব সময় হাত ধুয়ে একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা অর্থাৎ স্বাস্থ্য সুরক্ষা রাখার নিয়মাবলী সবাই যেন ভালো ভাবে মেনে চলেন।’

Related posts