
এসবিনিউজ ডেস্ক: করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির কিছু সময় পর মারা গেছেন দৈনিক সময়ের আলোর নগর সম্পাদক হুমায়ুন কবির খোকন।
মঙ্গলবার রাত সোয়া ১০টার দিকে ঢাকার উত্তরার রিজেন্ট হাসপাতালে তার মৃত্যু হয়।
হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. শাহেদ এতথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শ্বাসকষ্ট দেখা দেওয়ায় আশঙ্কাজনক অবস্থায় রাত সোয়া ৯টার দিকে হুমায়ুন কবির খোকনকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন বলে সন্দেহ করা হচ্ছে।
সাংবাদিক হুমায়ুন কবির মৃত্যুকালে স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। তার বাড়ি কুমিল্লার মুরাদ নগরে।
এদিকে তার মৃত্যুতে শোক জনিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।