
এসবিনিউজ ডেস্ক: মার্কিন পপ তারকা বিলি আইলিশ। মাত্র ১৮ বছর বয়স তার। অথচ সংগীত দিয়ে পুরো বিশ্ব মাত করে দিয়েছেন তিনি। গত গ্র্যামি এওয়ার্ডে সবচেয়ে কম বয়সে সর্বোচ্চ পুরস্কারের রেকর্ড গড়েছেন এই তারকা। এরপর থেকে বিশ্বব্যাপী তার পরিচিতির পরিধি আরও বেড়ে যায়। করোনা পরবর্তী সময়ে এখনো শুটিং নিয়মিত শুরু হয়নি। নতুন মিউজিক ভিডিও নির্মাণ করাটা অপেক্ষার বিষয়। কিন্তু সেই অপেক্ষা করার ধৈর্য নেই বিলির। তাই নিজের ফোন দিয়েই মিউজিক ভিডিও নির্মাণ করলেন তিনি।
‘দেয়ার ফর আই এম’ শিরোনামে গানের মিউজিক ভিডিও নির্মাণ করে প্রকাশের অপেক্ষায় ছিলেন এই তারকা। কিন্তু সবকিছু ঠিক হওয়ার আগেই নিজের মিউজিক ভিডিও নিজের ফোন দিয়েই নির্মাণ করলেন তিনি।
বিলি বলেন, এই গানটি করার পর মিউজিক ভিডিও করে ভক্তদের দেখানো জন্য অনেক আগ্রহ নিয়ে অপেক্ষায় ছিলাম। তাই আর ধৈর্য ধরতে না পেরে ফোন দিয়ে নিজেই মিউজিক ভিডিও নির্মাণ করেছি। ভিডিওতে দেখা যায় একটি শপিং মলে ঘুরতে ঘুরতে তিনি ভিডিওটি নির্মাণ করেন।