
স্টাফ রিপোর্টার: নাগরিক ফোরাম-এর ৩১টি ওয়ার্ড কমিটির ত্রৈমাসিক সমন্বয় সভা রোববার রূপান্তর প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়। নাগরিক ফোরাম আহ্বায়ক জনাব রফিকুল ইসলাম খোকন এর সঞ্চালনায় ৩১টি ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দ ওয়ার্ড ভিত্তিক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করেন ও সোসাল অডিটে নাগরিক সন্তুষ্টি ও অসন্তুষ্টি বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন অ্যড সেলিনা আক্তার পিয়া, বীর মুক্তিযোদ্ধা কে.এম আলম, মনির আহমেদ, এস.এম সাদিকুর রহমান সবুজ, শেখ জাহিদুল ইসলাম, মোঃ রফিকুল ইসলাম বাবু, মোঃ শাহজাহান জমাদ্দার, মোঃ ওয়াজেদ আলী মঞ্জু, ইসরাত আরা হিরা, ইকবাল হাসান তুহীন, তোফাজ্জেল হোসেন বাবুল,সৈয়দ আলী হাফিজ, বনানী সুলতানা ঝুমু প্রমূখ।
সভায় নাগরিক ফোরামের পরবর্তী ত্রৈমাসিক কাজের পরিকল্পনা করা হয়।