
স্টাফ রিপোর্টার: পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বৃহস্পতিবার (১৮এপ্রিল) সৌদিআরবের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। আগামী ২৬ এপ্রিল ২০১৯ তারিখ তিনি দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে।
সিটি মেয়র সৌদিআরব অবস্থানকালে মেয়র প্যানেলের ১ নং সদস্য ১৫নং ওয়ার্ডের কাউন্সিলর মো: আমিনুল ইসলাম মুন্না ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করবেন।
মো: আমিনুল ইসলাম মুন্না ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মেয়র প্যানেলের ২নং সদস্য মো: আলী আকবর টিপুসহ কাউন্সিলর, সংরক্ষিত আসনের কাউন্সিলর, কেসিসি’র কর্মচারী সংগঠন একতা দল, ঠিকাদার কল্যাণ সমিতি, ক্রাইম রিপোর্টার্স এ্যাসোসিয়েশন এবং বিভিন্ন ব্যক্তিবর্গ তাকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।