
স্টাফ রিপোর্টর: খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও বিজিএমইএ এর সাবেক সভাপতি আব্দুস সালাম মূর্শেদী বলেছেন, এলাকার উন্নয়নের জন্য সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। মমতাময়ী মা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার মাধ্যমে উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করতে হবে। একে অপরের প্রতি ঝগড়া-বিদ্বেষ, মনোমালিন্য ভুলে সকলেই উন্নয়ন কাজে সামিল হতে হবে। যার মাধ্যমে খুলনা-৪ আসন দেশের রোল মডেল হিসেবে দেশবাসীর কাজে পরিচিতি পাবে।
বৃহস্পতিবার (২৫এপ্রিল) রাতে সাংসদের খুলনাস্থ কার্যালয়ে বিভিন্ন সংগঠনের অনুষ্ঠানে বক্তৃতায় সাংসদ এসব কথা বলেন।
সাংসদ রাতে তেরখাদা থানা ছাত্রলীগের নেতৃবৃন্দের সাথে এবং রূপসা-বাগেরহাট বাস-মিনিবাস-কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন। পরে খুলনা ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তাদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন সাংসদ।
এদিকে সাংসদের খুলনাস্থ অফিসে আটলিয়া মাদ্রাসার ম্যানেজিং কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদীর সহধর্মিনী ও বিশিষ্ট সমাজসেবিকা সারমিন সালাম।