
এসবিনিউজ ডেস্ক: ভারতের সাথে সম্প্রতি আরও গভীর করতে হবে; কারণ স্বাধীনতা যুদ্ধে তাদের যে অবদান সেটা ভুলবার নয় বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। সকালে জাতীয় প্রেসক্লাবে ‘বাংলাদেশ-ভারত সম্প্রতি পরিষদ’ আয়োজিত বিশেষ সাধারণ সভায় এমন মন্তব্য করেন তিনি।
কৃষিমন্ত্রী বলেন, শুধু ১ কোটি শরণার্থীকে আশ্রয়ই দেয়নি ভারত; স্বাধীনতা যুদ্ধের শুরু থেকেই বাংলাদেশকে সার্বিকভাবে সহযোগিতা করেছিলো দেশটি।
এখনো পাকিস্তানি প্রেতাত্মারা এ দেশে সক্রিয়; তাদের বিষয়ে সজাগ থাকতে হবে উল্লেখ করে কৃষিমন্ত্রী বলেন, দূর্গাপুজায় প্রতিমা ভাঙচুরের যে জঘন্য ঘটনা ঘটেছে সেটি অত্যন্ত ন্যাক্কারজনক ও নিন্দনীয়।
১৮ ডিসেম্বর ‘বাংলাদেশ-ভারত সম্প্রতি পরিষদের’ বিশেষ সাধারণ সভায় বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ফজলে আলীকে চেয়ারপার্সন করে ৫ বছর মেয়াদে ৭১ সদস্যের নতুন কমিটি করা হয়। ১৯৮৬ সালে প্রতিষ্ঠা করা হয়, বাংলাদেশ-ভারত সম্প্রতি পরিষদ’।