আলো জ্বালিয়ে করোনার ভয় মোকাবেলার ডাক মোদির

এসবিনিউজ ডেস্ক: প্রাণঘাতী করোনা ভাইরাস ঠেকাতে ভারতে চলছে লকডাউন। দেশটিতে প্রতিনিয়ত বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যাও। এমন পরিস্থিতিতে আগামী রবিবার(৫ এপ্রিল) দেশবাসীকে একই সময়ে আলো জ্বালিয়ে করোনার বিরুদ্ধে সংহতি দেখানোর আহ্বান জানিয়ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার এক ভিডিও বার্তায় তিনি এমনটি জানান।

ওই ভিডিও বার্তায় মোদি বলেন, ৫ এপ্রিল, রবিবার রাত নটায় মাত্র নয় মিনিটের জন্য ঘরের আলো নিভিয়ে রাখুন। ঘরের বারান্দায় কিংবা বাড়ির ছাদে দাঁড়িয়ে জ্বালান মোমবাতি, টর্চ কিংবা মোবাইলের ফ্ল্যাশ। তবে ভিডিও বার্তায় মোদি আলো জ্বালানোর সময় ভিড় বা জনসমাগম তৈরি করতে না করার আহ্বান জানিয়েছেন।

এর আগে গত রবিবারও করোনা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসায় যারা কাজ করছে তাদের উদ্দেশে পুরো ভারতজুড়ে কাঁসর, ঘণ্টা, থালা বাজানো হয় ।

এ পর্যন্ত করোনা ভাইরাসে ভরতে আক্রান্ত হয়েছে ৩৩৬ জন। মারা গেছেন ৫৬ জন।

Related posts