
স্টাফ রিপোর্টার: নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনাতে অবস্থিত আমেরিকান কর্ণার ও ন্যাশনাল ডিবেট ফেডারেশন খুলনা অঞ্চল এর যৌথ উদ্যোগে সোমবার (১৮ফেব্রুয়ারি) দিনব্যাপী উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা, প্রদর্শনী, সংসদীয় বিতর্ক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিভাগীয় গ্রণগ্রন্থগার খুলনা প্রাঙ্গনে অমর একুশে বইমেলার মঞ্চে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক সাধন রঞ্জন যোষ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সরকারী সুন্দরবন আদর্শ কালেজের উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো: মিজানুর রহমান, খুলনা বিভাগীয় গ্রণগ্রন্থগারের সহকারী পরিচালক ড. মো: আহসান উল্লাহ, কেএমপির এডিসি (ডিবি) এম কামরুল ইসলাম (পিপিএম) নর্দান ইউনিভার্সিটি অব বিজনেজ এন্ড টেকনোলজীর সহযোগী অধ্যাপক ও আইন বিভাগের বিভাগীয় প্রধান রাজীব হাসনাত শাকিল, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমেরিকান কর্ণার খুলনার কো-অডিনেটর ফারজান রহমান। অনুষ্ঠানে সভাপত্বি করেন জনাব তাকদীরুল গনী, মডারেটর, এনডিএফ বিডি খুলনা অঞ্চল।
বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অর্ধশত শিক্ষার্থীদের অংশগ্রহণে বিকালে উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা প্রদর্শনী সংসদীয় বিতর্ক “এই সংসদ মনে করে বাংলা ইংরেজি মিশ্রিত কথামালা বাংলা ভাষার জনপ্রিয়তা নষ্ট করছে” অনুষ্ঠিত হয়। স্পিকারের দায়িত্ব পালন করেন এনউবিটি খুলনার প্রভাষক রবিউল হাসান।
বিতর্ক শেষে বিতার্কিকদের হাতে শুভেচ্ছা উপহার এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতারণের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।